English Version
আপডেট : ১১ মে, ২০১৬ ১২:৩৬

শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করায় পাসের হার বাড়ছে

ষ্টাফ রিপোর্টার
শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করায় পাসের হার বাড়ছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাইল ফটো।

বর্তমান সরকার শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করেছে বলেই পাসের হার বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার সকালে গণভবনে এসএসসিও সমমানের ফলাফল হস্তান্তরের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার শুধু লেখাপড়াই নিশ্চিত করছে না বরং তাদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করছে।

এসময় তিনি বলেন, ‘পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ সকলকে আমি অভিনন্দন জানাই। অভিভাবকদেরকেও আমি অভিনন্দন জানাই। যারা এবার উত্তীর্ণ হতে পারেনি ভবিষ্যতে তারা আরো মনোযোগী হবে। আর ভবিষ্যতে যারা পরীক্ষা দেবার প্রস্তুতি নিচ্ছে তাদেরকে আমি বলব আরও মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে। যেন কেউ ফেল না করে।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আমরা সরকার গঠনের পর ছেলেমেয়েদের পড়াশোনার পরিবেশ তৈরি করা, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করা, সেগুলোর যেমন ব্যবস্থা নিচ্ছি- সেই সাথে পিতামাতার বোঝাও আমরা কমিয়ে দিচ্ছি। কারণ আমাদের সরকার বিনা পয়সায় বই দিচ্ছে। এখন আমরা প্রি-প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে বই দিচ্ছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এতো বিশাল পরিমাণ মেধাবৃত্তি বা উপবৃত্তি অন্য কোন দেশ দেয় কিনা জানি না। আমরা শুধু লেখাপড়া শিখিয়েই ছেড়ে দেব না, তাদের কর্মসংস্থানের সুযোগটা সেটাও আমরা করে দিচ্ছি। কারিগরি শিক্ষাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই। কারণ কারিগরি শিক্ষার মাধ্যমে খুব দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা হয়।’