English Version
আপডেট : ১১ মে, ২০১৬ ০০:৪৩

প্রধান বিচারপতি ও আইজি প্রিজনের বাড়িতে নিরাপত্তা জোরদার

মৌলভীবাজার প্রতিনিধি:
ষ্টাফ রিপোর্টার
প্রধান বিচারপতি ও আইজি প্রিজনের বাড়িতে নিরাপত্তা জোরদার

জামায়াত আমির নিজামীর মৃতুদণ্ড কার্যকরের প্রস্তুতিতে প্রধান বিচারপতি এস কে সিনহা (সুরেন্দ্র কুমার সিনহা) ও কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনের মৌলভীবাজারের কমলগঞ্জের বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর থেকে কমলগঞ্জ থানা পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। প্রধান বিচারপতি এসকে সিনহার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামের বাড়িতে ও কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিনের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের সিংরাউলী গ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল হাসান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রধান বিচারপতির গ্রামের বাড়ি ও কারা আইজি প্রিজনের গ্রামের বাড়িতে নিরাপত্তার জন্য বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া টহল পুলিশ নিয়মিত সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছে। এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো হয়েছে।

প্রধান বিচারপতির ছোটভাই নীল মনি সিনহা বলেন, ‘বাড়ির নিরাপত্তায় চারজন পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে আমাদের খোঁজখবর নেয়া হচ্ছে। আশা করি কোনো সমস্যা হবে না।’