English Version
আপডেট : ১০ মে, ২০১৬ ১৭:৫১

যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন হবে

অনলাইন ডেস্ক
যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন হবে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০১৮ সালের মধ্যে দেশের যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন হবে।

মঙ্গলবার (১০ মে) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে এনায়েতপুর-শাহজাদপুর সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

ওবায়দুল কাদের আরো বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী পদ্মাসেতু, মেট্টোরেল এবং কর্ণফুলী ট্যানেলের কাজ সময় মতো শেষ হবে। একই সাথে দেশের  প্রতিটি দু’লেনের রাস্তা পর্যায়ক্রমে ফোর লেনে পরিণত করা হবে।

এছাড়া, যমুনা নদীতে আরেকটি ট্যানেল নির্মাণে সরকারের আগামীতে পরিকল্পনা রয়েছে। এসব উন্নয়ন কাজ শেষ হলে দেশে যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন হবে।

ইতিমধ্যে গাজীপুর থেকে টাঙ্গাইলে ফোর লেনের কাজ শুরু  হয়েছে। একাজে পাঁচটি ফ্লাইওভার, ২৬টি ব্রিজসহ কালভার্ট নির্মাণ করা হবে। আগামীতে চট্টগ্রাম-রংপুর ও রংপুর-বুরুঙ্গামাড়ি পর্যন্ত ফোর লেন মহাসড়ক নির্মাণে সরকারের চিন্তাভাবনা রয়েছে। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান (বিবিআইএন) এর চুক্তির কাজ আগামী জুলাই আগস্ট থেকে শুরু হবে। ভুটান ছাড়া ইতিমধ্যে তিনটি দেশ এই কাজের অনুমতি দিয়েছে। এ কাজ শুরু হলে উত্তরবঙ্গের রাস্তার গুরুত্ব অনেক বেড়ে যাবে। সেই সময় দুই লেন রাস্তায় কোনো কাজ হবে না। তাই ফোর লেন রাস্তা নির্মাণ করতে হবে। ফোর লেন রাস্তা নির্মাণ কাজ শেষ হলে দেশের যোগাযোগ ব্যবস্থা অনেক অগ্রগতি হবে। আগামী ঈদের সময় রাস্তায় কোনো সমস্যা হবে না- জানিয়ে মন্ত্রী বলেন, ঈদে ঘরফেরা মানুষের এবার কোনো কষ্ট হবে না। কারণ রাস্তাঘাটে গত কয়েক বছরের তুলনায় এখন অনেক ভালো। যেটুকু সমস্যা রয়েছে তা ঈদের আগেই সমাধান করা হবে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ হাসিবুর রহমান স্বপন, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন, সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভাগীয় প্রকৌশলী আবু রওশন, নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কে এম হোসেন আলী হাসান ও শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান।