English Version
আপডেট : ১০ মে, ২০১৬ ১৬:৪০

প্রাণ ভিক্ষা না চাইলে যেকোনো সময় মৃত্যুদণ্ড কার্যকর

অনলাইন ডেস্ক
প্রাণ ভিক্ষা না চাইলে যেকোনো সময় মৃত্যুদণ্ড কার্যকর
জামায়াত নেতা মতিউর রহমান নিজামী রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা না চাইলে যে কোনো সময় তার মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
 
মঙ্গলবার (১০ মে) মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য কারা কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে। নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'যুদ্ধাপরাধীর বিচার হোক এটা দেশবাসীর প্রত্যাশা। তাই যেখানে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন হচ্ছে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে না।'