English Version
আপডেট : ১০ মে, ২০১৬ ১৩:২৩

রিজার্ভ চুরি: বাংলাদেশ ব্যাংকের দাবি অস্বীকার করল সুইফট

অনলাইন ডেস্ক
রিজার্ভ চুরি: বাংলাদেশ ব্যাংকের দাবি অস্বীকার করল সুইফট

বাংলাদেশের কর্মকর্তাদের অভিযোগ প্রত্যাখ্যান করেছে সুইফট। ৮ কোটি ১০ লাখ ডলার চুরির আগে সুইফটের টেকনিশিয়ানরা বাংলাদেশ ব্যাংকের সার্ভারে কাজ করেন। এ সময় তারা সার্ভার উন্মুক্ত করে চলে যান বলে অভিযোগ সংশ্লিষ্টদের। কিন্তু এ অভিযোগ অস্বীকার করেছে ব্রাসেলভিত্তিক সুইফট। 

সোমবার তাদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের কর্মকর্তারা ও সংশ্লিষ্টরা যেসব ইস্যু উত্থাপন করেছেন তার জন্য সুইফট দায়ী নয় বলেছে বলে জানিয়েছে বার্তা রয়টার্স।   সুইফট তাদের বিবৃতিতে বলছে, বাংলাদেশ ব্যাংকসহ কোনো সদস্যের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব নয়।   রিজার্ভ চুরির তদন্তে থাকা বাংলাদেশের পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে রবিবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত অক্টোবরে বাংলাদেশ ব্যাংকে সুইফট মেসেজিং প্ল্যাটফরমের সঙ্গে একটি নতুন ট্রানজেকশন সিস্টেম যুক্ত করে যান সুইফটের টেকনিশিয়ানরা; আর তাদের 'অবহেলার কারণেই' বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার হ্যাকারদের সামনে অনেক বেশি উন্মুক্ত হয়ে পড়ে।   সুইফট বলছে, 'সুইফটের সঙ্গে যুক্ত প্লাটফর্ম এবং সংশ্লিষ্ট পরিবেশের নিরাপত্তার সম্পূর্ণ দায় অন্য সব সদস্যের মতো বাংলাদেশ ব্যাংকের। প্রাথমিক পাসওয়ার্ড নিরাপত্তা থেকে শুরু করে অন্যান্য অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাও এক্ষেত্রে প্রযোজ্য।'