English Version
আপডেট : ১০ মে, ২০১৬ ১২:১৬

নিজামীর ফাঁসি কার্যকরে কারা কর্তৃপক্ষের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
নিজামীর ফাঁসি কার্যকরে কারা কর্তৃপক্ষের বৈঠক
নিজামীর জন্য ফাঁসির মঞ্চ প্রস্তত

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকরের  প্রস্তুতি নিতে জরুরি বৈঠক করেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

  আজ মঙ্গলবার (১০মে) সকাল সাড়ে ৯টার দিকে ফাঁসির প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন কারা কর্মকর্তারা।   

বৈঠকে উপস্থিত ছিলেন- অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. ইকবাল, কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির, জেলার নেসার আলমসহ বেশ কয়েকজন কারা কর্মকর্তা। এর আগে কারাগারের ভেতরে ঢুকে পরিদর্শন করেন তারা।   বৈঠক শেষে বের হয়ে গেছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. ইকবাল।