English Version
আপডেট : ১০ মে, ২০১৬ ১১:০৯

শ্যাম্পু সয়াবিন চিনি দিয়ে তৈরি মিল্ক ভিটা দুধ বাজারে

অনলাইন ডেস্ক
শ্যাম্পু সয়াবিন চিনি দিয়ে তৈরি মিল্ক ভিটা দুধ বাজারে
সংবাদ সম্মেলনের অবিকল মিল্ক নকল ভিটা দুধ তুলে ধরেন মন্ত্রী

বাংলাদেশে রাষ্ট্রায়ত্ব দুগ্ধ উৎপাদনকারী সমবায়ী সংস্থা মিল্ক ভিটার প্যাকেট নকল করে ভেজাল দুধ বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করছেন সরকারের সমবায় মন্ত্রী মসিউর রহমান।

মন্ত্রী আরো বলেন, অন্তত ১২ অসাধু কোম্পানি মিল্ক ভিটার পকেটে করে নাম করে দুধ বিক্রি করে ভোক্তাদের প্রতারিত করছে।

সচিবালয়ে গত রোববার এক সংবাদ সম্মেলনে তিনি সেই দুধের প্যাকেটগুলো উপস্থাপন করেন। যাদের অধিকাংশের রঙ এবং আকার মিল্ক ভিটার মত।

এছাড়া এসব দুধে মানব দেহের জন্য ক্ষতিকারক ফর্মালিন,ইউরিয়া, শ্যাম্পু, ভেজিটেবল ফ্যাট, সয়াবিন ওয়েল এবং চিনি 

রাঙ্গা এ জঘন্য কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আফতাব ডেইরি ফ্রেশ, ঢাকা প্রাইম, মিল্ক ফ্রেশ, আল্ট্রা দুধ, রিয়াল দুধ এবং পুরা দুধ কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবেও সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান।

এদিকে ভেজাল দুধ উৎপাদন এবং বাজারজাতকরণ বন্ধে অভিযান চালানোর জন্য একটি আইনী প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে সমবায়ের মাধ্যমে পরিচালিত মিল্ক ভিটা।

মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন বিবিসিকে বলছিলেন, সম্প্রতি ভেজাল দুধ তৈরির কিছু অভিযোগও তাদের কাছে এসেছে। “মিল্ক ভিটার প্যাকেটের ডিজাইন প্রায় ৯০ শতাংশ নকল যেসব কোম্পানি দুধ বাজারজাত করেছে তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো জানান সারা বাংলাদেশে ৪৩টা সেন্টার আছে মিল্ক ভিটার। সেখানে অত্যাধুনিক মিল্কঅ্যানালাইজার মেশিন আছে, সেটা দিয়ে পরীক্ষা করেই পরে পুরো বাংলাদেশে দুধ বাজারজাত করে মিল্ক ভিটা।