English Version
আপডেট : ৯ মে, ২০১৬ ১৮:১৮

শাহজালাল থেকে পণ্য সরাসরি যাবে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক
শাহজালাল থেকে পণ্য সরাসরি যাবে অস্ট্রেলিয়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে সরাসরি পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা শিথিল করেছে অস্ট্রেলিয়া। ফলে এখন থেকে বাংলাদেশ থেকে সরাসরি পণ্য পরিবহন করবে অস্ট্রেলিয়া বিমানবন্দরে।

সোমবার বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এই তথ্য জানান।

মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে রাশেদ খান মেনন বলেন, ৫ মে ঢাকাস্থ অস্ট্রেলিয়ার হাইকমিশন এ সংক্রান্ত একটি চিঠি পেয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি জানান, সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার উন্নতির কারণে অস্ট্রেলিয়া সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।