English Version
আপডেট : ৯ মে, ২০১৬ ১৭:৫৯

সংক্রামক রোগ প্রতিরোধ আইন অনুমোদন

অনলাইন ডেস্ক
সংক্রামক রোগ প্রতিরোধ আইন অনুমোদন

‘সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন-২০১৬’ খসড়ায় নীতিগতভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।  সংক্রামক রোগ প্রতিরোধ ও নির্মূলের মাধ্যমে জনস্বাস্থ্যের প্রতি ঝুঁকি ও জরুরি অবস্থা মোকাবেলার জন্য আইনটি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়।

সোমবার (৯ মে) সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, সংক্রামক রোগ প্রতিরোধ ও নির্মূলের মাধ্যমে জনস্বাস্থ্যের প্রতি ঝুঁকি ও জরুরি অবস্থা মোকাবেলার লক্ষ্যে এ নতুন আইনটি প্রণীত হচ্ছে।

সচিব বলেন, আইনটির লক্ষ্য হচ্ছে যে সংক্রামক রোগ থেকে মানুষকে সুরক্ষা দেওয়া এবং জনস্বাস্থ্য সম্পর্কে গণসচেতনতা সৃষ্টিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। খসড়ায় জীবাণুবাহী কালাজ্বর, এইচআইভি, ইনফ্লুয়েঞ্জা, নিপা, এ্যাবোলা ও টাইফয়েড এবং অন্যান্য সম্ভাব্য ব্যাধির ব্যাপারে সচেতনতার কথা বলা হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিদ্যমান ম্যালেরিয়া নির্মূল বোর্ড (রহিতকরণ) অধ্যাদেশ ১৯৭৭ ও ম্যালেরিয়া প্রতিরোধ (বিশেষ বিধান) ১৯৭৮ আইন দুইটি একীভূত করে নতুন এই খসড়া প্রণীত হয়েছে।

প্রস্তাবিত আইনে বলা হয়, সংক্রামক ব্যাধিতে আক্রান্ত একজন রোগীকে সাধারণ মানুষ থেকে নিরাপদে রাখা হবে। এতে সংশ্লিষ্ট ব্যক্তিকে বিশেষায়িত হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার রোগ নির্ণয়ের ব্যবস্থার বিধানও রয়েছে। এছাড়াও ক্যাডেট কলেজ আইন ২০১৬’র খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভায়।

এসময়ে মন্ত্রীবর্গ, মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীবৃন্দ ও সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন। খবর- বাসস