English Version
আপডেট : ৯ মে, ২০১৬ ১৭:৪৬

পাকিস্তানকে নাক গলাতে নিষেধ

অনলাইন ডেস্ক
পাকিস্তানকে নাক গলাতে নিষেধ

পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে সেই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতির তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি এই ইস্যুতে পাকিস্তানের হাইকমিশনারের কাছে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়।

সোমবার (৯ মে) দুপুরে ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ প্রতিবাদ জানানো হয়।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গত শুক্রবার মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিজামীর রায়ের প্রতিবাদ জানায়। সোমবার পাকিস্তান হাইকমিশনারকে তলবের পর তাকে বলা হয়, জামায়াত নেতা নিজামীর মৃত্যুদণ্ডাদেশ নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে তা পুরোপুরি অগ্রহণযোগ্য।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মানবতাবিরোধী অপরাধের বিচারের মতো অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে পাকিস্তানকে বারবার নিষেধ করে আসছে বাংলাদেশ। এরপরও একই বিষয়ে বক্তৃতা-বিবৃতি দিয়ে সম্পর্কের তিক্ততা বাড়াচ্ছে পাকিস্তান।

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশকে ঘিরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবারও উদ্বেগ প্রকাশ করেছে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানকে দেওয়া লিখিত বক্তব্যে  পাকিস্তানকে উদ্দেশ্য করে বলা হয়, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ রাখার পাশাপাশি ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির অপব্যাখ্যা বন্ধ করতে হবে।