English Version
আপডেট : ৯ মে, ২০১৬ ১৩:০৬

ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদার

ষ্টাফ রিপোর্টার
ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদার
ঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল ফটক

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে আনার পর থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। রবিবার মধ্যরাতে নিজামীকে কাশিমপুর করাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। 

এদিকে কারা ফটকসহ কারাগারের আশপাশে চকবাজার থানা পুলিশ, জেল পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজনের শক্ত অবস্থান লক্ষ্য করা গেছে।মূল ফটকের বাইরের ব্যারিকেডের ভেতরে কারা কর্তৃপক্ষ ছাড়া কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।

এ ছাড়া সন্দেহভাজন পথচারীদের দেহ ও ব্যাগও তল্লাশি করছে পুলিশ। অতিরিক্ত র‌্যাব ও সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিও বাড়ানো হয়েছে। 

এর আগে রবিবার সন্ধ্যা নিজামীকে কাশিমপুর কারা কর্তৃপক্ষ ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

তবে কারাগার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এটা নিয়মিত নিরাপত্তা। প্রতিদিনই অনগার্ড অবস্থায় তারা এখানে অবস্থান করে। ট্রাইব্যুনাল থেকে রিভিউ খারিজের কপি কারাগারে আসলেই জেল কোড অনুযায়ী নিজামীর ফাঁসি কার্যকরে প্রক্রিয়া শুরু হবে।