English Version
আপডেট : ৯ মে, ২০১৬ ০০:৪০

মা দিবসে কাঁদলেন কাঁদালেন জেলা প্রশাসক

ঝিনাইদহ প্রতিনিধি:
মা দিবসে কাঁদলেন কাঁদালেন জেলা প্রশাসক
কান্নার পানি মুছেন ‍জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার

মা দিবসের আলোচনা সভা শিশুর মত কেঁদেছেন ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। তার কান্না দেখে সম্মেলন কক্ষে আমন্ত্রিত অতিথিদের চোখেও পানি চলে এসেছে।

আজ রোববার (৮মে) সকালে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্য শুরু করার ২ মিনিট পরেই মৃত ‘মা’ কে স্মরণ করে শিশুর মত কেঁদে ফেললেন প্রশাসক। এসময় কারও দিকে কেউ তাকাতে পারছিলেন না। জেলা প্রশাসকের এমন কান্না দেখে সবার চোখেই পানি এসে গেলো। ১ মিনিটের নিরবতা শেষে আবারো বক্তব্য শুরু করলেন তিনি।

ঝিনাইদহ মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু ইউসুফ মো: রেজাউর রহমান, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, হোসনে আরা খন্দকার, ফজর আলী স্কুল এন্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষিকা নাদিরা আক্তার, নাজমা খাতুন, নার্স আয়শা খাতুন, শফিকুল ইসলাম, নাসরিন ইসালাম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম।