English Version
আপডেট : ৮ মে, ২০১৬ ১৯:৩৯

ইউপির রেষারেষি ব্যক্তিগত, রাজনৈতিক নয়

অনলাইন ডেস্ক
ইউপির রেষারেষি ব্যক্তিগত, রাজনৈতিক নয়
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, নির্বাচনী সহিংসতা একটি স্বাভাবিক ঘটনা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ পর্যন্ত যা কিছু ঘটেছে, তা ব্যক্তিগত রেষারেষির কারণে ঘটেছে, রাজনৈতিক কারণে নয়।  
রোববার বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে রাজধানীর ইস্কাটনের হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে এক আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

রাজধানীর কলাবাগানের জোড়া খুন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'সংবাদমাধ্যমে যেসব ছবি এসেছে তা নিয়ে গোয়েন্দা বিভাগ কাজ করছে। তা যাচাই-বাছাই করার পর বিষয়টি জানা যাবে, আসলে এ ঘটনা কারা ঘটিয়েছে।' দেশে আতঙ্কিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি আরও বলেন,  'অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আইনশৃঙ্খলা বাহিনী জনগণের পাশে আছে।' প্রধান অতিথির বক্তবে আসাদুজ্জামান খাঁন বলেন, 'সাভারের সিআরপির কর্ণধার মিস ভ্যালেরি শুধু মানবতার সেবক নন, তিনি একজন দেশপ্রেমিক নাগরিকও। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার অবদান মূল্যায়ন করে বাংলাদেশ সরকার তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেছে।'

রেড ক্রিসেন্ট 'সবর্ত্র, সবার জন্য' এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে রোববার দেশজুড়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করা হয়েছে। সকালে রাজধানীর মগবাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদরদফতরে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সোসাইটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. হাবিবে মিল্লাত এমপি জাতীয় পতাকা ও কোষাধ্যক্ষ অ্যাডভোকেট তৌহিদুর রহমান রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করেন। সকাল সাড়ে ৭টায় দিবসটি উপলক্ষে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে সোসাইটির ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। এরপর সকাল ১০টায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও তহবিল সংগ্রহ অভিযান হয়। বেলা সোয়া ১২টায় হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। সকাল থেকে রাজধানীর ১০টি পয়েন্টে দিবসটি উপলক্ষে ৪০ জন স্বেচ্ছাসেবক ট্রাফিক আইন মেনে চলার জন্য বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে সচেতনতা কার্যক্রম চালায়। এছাড়াও প্রায় ২০ জন স্বেচ্ছাসেবক রাজধানীর চারটি করে বস্তি ও হাসপাতালে হ্যান্ডওয়াশ কার্যক্রম পরিচালনা করে। বিকেলে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ মিলনায়তনে আলোচনা ও রেড ক্রিসেন্ট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. হাবিবে মিল্লাত এমপি। অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সোসাইটির কোষাধ্যক্ষ অ্যাডভোকেট তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা পর্ষদ সদস্য রইসুল ইসলাম ময়না, রাজিয়া সুলতানা লুনা, আইএফআরসি-এর বাংলাদেশ প্রধান আজমত উল্লাহ। স্বাগত বক্তব্যে রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব বিএমএম মোজহারুল হক এনডিসি। অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. হাবিবে মিল্লাত বলেন, 'আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন মানবিক সেবার সর্ববৃহৎ নেটওয়ার্ক, যার আওতায় লাখ লাখ স্বেচ্ছাসেবী ও কর্মী বিশ্বব্যাপী একসাথে কাজ করে চলেছেন মানবতার মহান ব্রত নিয়ে।' এ অনুষ্ঠানে আর্ত মানবতার সেবায় নিঃস্বার্থ ও নিরলস ভূমিকার জন্য সিআরপি-এর কর্ণধার মিস ভ্যালেরি টেইলরকে রেড ক্রিসেন্ট অ্যাওয়ার্ড-২০১৬ প্রদান করা হয়। তার পক্ষে সিআরপির নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) শফিক-উল-ইসলাম সম্মাননা পদক প্রধান অতিথির হাত থেকে গ্রহণ করেন।