English Version
আপডেট : ৮ মে, ২০১৬ ১৪:০৩

ষোড়শ সংশোধনী: রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

ষোড়শ সংশোধনী: রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

আজ রোববার (৮ মে) দুপুরের দিকে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ঠ শাখায় এ আবেদনটি করেছেন বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু জানিয়েছেন। তিনি আরো জানান, আগামীকাল চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

গত ৫ মে মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ সংবিধানের ষোলতম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় ঘোষণা করেন। এ রায় ঘোষণার ফলে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে থাকছে না।

এ সংশোধনীতে বাহাত্তরের সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনঃস্থাপনের মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদকে ফিরিয়ে দেয়া হয়েছিল। পাস হওয়া ষোড়শ সংশোধনে ৯৬ অনুচ্ছেদের দফা-২ এ ছিল, প্রমাণিত অসদাচরণ বা অসামর্থ্যের কারণে সংসদের মোট সদস্য সংখ্যার দুইতৃতীয়াংশ সদস্যের প্রস্তাবক্রমে রাষ্ট্রপতির আদেশে সুপ্রিমকোর্টের বিচারকদের অপসারণ করা যাবে।