English Version
আপডেট : ৮ মে, ২০১৬ ১০:৪৮

গণপূর্তমন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা চলবে

নিজস্ব প্রতিবেদক
গণপূর্তমন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা চলবে
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনে

 

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে করা মামলা চলবে বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ রায় দেন।

বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।   মামলায় আদালতে ইঞ্জিনিয়ার মোশাররফের পক্ষে ছিলেন ব্যারিস্টার তানজিব-উল-আলম। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

এ বিষয়ে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান এনটিভি অনলাইনকে বলেন, ২০০৭ সালে ইঞ্জিনিয়ার মোশাররফের বিরুদ্ধে চট্টগ্রামে একটি মামলা করে দুদক। ওই মামলায় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়। ২০১২ সালে তদন্ত চলাকালে ইঞ্জিনিয়ার মোশাররফ হাইকোর্টে মামলা বাতিলের আবেদন করেন। 

ওই আবেদনের শুনানি শেষে হাইকোর্ট মামলা বাতিলের আদেশ দেন। এর বিরুদ্ধে দুদক ২০১৪ সালে আপিল করে। ওই আপিলের পর দীর্ঘদিন শুনানি শেষে আজ আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে দেন। এ রায়ের ফলে মোশাররফের বিরুদ্ধে তদন্ত চলতে আর কোনো  বাধা রইল না।