English Version
আপডেট : ৭ মে, ২০১৬ ২০:১২

কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও নির্বাচন সুশৃঙ্খল হয়েছে

অনলাইন ডেস্ক
কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও নির্বাচন সুশৃঙ্খল হয়েছে

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও নির্বাচন সুশৃঙ্খল হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

শনিবার (৭ মে) ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, বিরাট সংখ্যক ভোটারের ভোটদানের মধ্য দিয়ে ৭০৩টি ইউপিতে ভোটগ্রহণ হয়েছে। চতুর্থ ধাপের নির্বাচনেও কিছু সংঘর্ষ, হতাহতের মতো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুশৃঙ্খল হয়েছে।

আমরা দেশব্যাপী নির্বাচন মনিটরিং করেছি, টিভির খবর মনিটরিং করেছি। এছাড়া বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে সংঘর্ষ-গোলযোগ কিছুটা কমেছে।

আশা করছি, সামনের দুই ধাপে কোনো গোলযোগ ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে।

রকিবউদ্দীন আরও জানান, নির্বাচন আচরণবিধি লঙ্ঘণ করার দায়ে ৭৯ জনকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নির্বাচনের আগে নরসিংদী, ফেনীতে প্রতিপক্ষকে হুমকি দেওয়ায় ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রাজশাহীর বাগমারায় ১৬টি ইউপির নির্বাচন স্থগিত করা হয়েছে। ৬ হাজার ৭২৭টি ভোটকেন্দ্রের মধ্যে নির্বাচনী অনিয়মের কারণে ৫২টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে। প্রতিবেদন পেলে আরও কেন্দ্র বাতিল করা হবে। তবুও কোনো অনিয়মের সঙ্গে আপোস করা হবে না।

সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর উল্লেখ করে তিনি আরও বলেন, যেখানে সহিংসতার ঘটনা ঘটেছে, সেখানে সুষ্ঠু তদন্ত করে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগের ধাপগুলোর চেয়ে চতুর্থ ধাপে সহিংসতায় নিহতের ঘটনা কমে এসেছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার আবু হাফিজ, শাহ নেওয়াজ, ইসি’র সচিব সিরাজুল ইসলাম প্রমুখ।