English Version
আপডেট : ৭ মে, ২০১৬ ১৯:২৭

এথিক্স থেকে বিচ্যুত দেশের ক্ষতি

নিজস্ব প্রতিবেদক
এথিক্স থেকে বিচ্যুত দেশের ক্ষতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, প্রকৌশলীদের কোড অব এথিক্স অনুসরণ করতে হবে। কারণ এথিক্স থেকে বিচ্যুত হলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়, গোটা দেশের ক্ষতি হয়।

রাজধানীতে শনিবার (৭ মে) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইবি) ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আবদুল হামিদ বলেন, ‘এতে একদিকে যেমন জনগণের টাকার অপচয় হচ্ছে, তেমনি জনভোগান্তিও বাড়ছে। এছাড়া কিছু অসাধু লোকের জন্য আপনাদের সুনামও হানি হচ্ছে। দেশে-বিদেশে আমাদের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।’

তিনি বলেন, ‘প্রকৌশলীরা উন্নয়নের মূল কারিগর। মনে রাখতে হবে আপনাদের আজকের অবস্থানে পৌঁছে দিতে যাদের অবদান সবচেয়ে বেশি, তারা হলেন এ দেশের সাধারণ মানুষ। তাদের ট্যাক্সের টাকাই আপনাদের লেখাপড়ার খরচ যুগিয়েছে। তাই এখন সময় এসেছে প্রতিদান দেওয়ার।’

সাম্প্রতিক কয়েকটি ঘটনার দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, ‘এটা দুঃখজনক হলেও সত্য যে, আজকাল পত্র-পত্রিকায় প্রায়ই নির্মাণ কাজ বিশেষ করে রাস্তাঘাট ও ইমারত নির্মাণকাজের ত্রুটি ও নিম্নমান নিয়ে রিপোর্ট প্রকাশিত হচ্ছে। রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের কথাও আমাদের জানতে হয়েছে।’

রাষ্ট্রপতি বলেন, ‘আপনারা (প্রকৌশলী) যদি বৈজ্ঞানিক কোনো প্রযুক্তি বের করতে পারেন, যাতে বাঁশ লোহার চেয়ে শক্তিশালী, তাহলে কোনো কথাই হবে না।’