English Version
আপডেট : ৭ মে, ২০১৬ ১৪:৪৩

ইউপি নির্বাচন সংঘর্ষে নিহত ২

অনলাইন ডেস্ক
ইউপি নির্বাচন সংঘর্ষে নিহত ২
অনিয়ম আর সহিংসতার মধ্যে দিয়ে চতুর্থ দফার ৭০৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় শনিবার (৭ মে) সকাল থেকে। জাল ভোট, ব্যালট ছিনতাই এবং কেন্দ্রের দখল সংঘর্ষে আওয়ামী লীগের ও তাদের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত ২জন নিহত হয়েছেন। ভোট শুরুর আগেই ব্যালটে সিল মারার ঘটনায় সারাদেশে অন্তত ৮ জন প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করেছে পুলিশ। এছাড়া ভোট জালিয়াতির অভিযোগ তুলে বিভিন্ন ইউপিতে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপির প্রার্থীরা। সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চন্দলা স্কুল বাজার ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার নিয়ে আওয়ামী লীগ সমর্থক দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ধারাল অস্ত্রের আঘাতে তাপস চন্দ্র পাল (২৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত তাপস ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা। শনিবার সকাল ১০টার দিকে মাধবপুর ইউনিয়নের উত্তর চন্দলা স্কুল বাজার ভোটকেন্দ্রে মেম্বার প্রার্থী রেজাউল ও সুলতাদের সমর্থকদের এ সংঘর্ষ হয়। নিহত তাপস মেম্বার প্রার্থী রেজাউলের সমর্থক বলে জানান ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএম বদিউজ্জামান। প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রে প্রভাব বিস্তার নিয়ে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে তার সংঘর্ষের রুপ নেয়। এ সময় প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে রেজাউলের সমর্থক তাপস ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে বলে জানান ওসি। এদিকে নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা দলটির বিদ্রোহী প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে হত্যা করেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রায়পুরা উপজেলার শ্রীনগর রংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও ৫ জন। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, জাল ভোট দেয়াকে কেন্দ্র করে শ্রীনগর রংপুর কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী রিয়াজ মোর্শেদ খান রাসেল ও আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আযান চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আওয়ামী লীগ দলীয় প্রার্থীর সমর্থকরা বিদ্রোহী প্রার্থীর সমর্থক সুমন হোসেনকে কিরিস দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। সুমনকে ঢাকায় নেয়ার পথে মারা যান। সুমন বিদ্রোহী প্রার্থী আযান চৌধুরীর ভাগিনা বলে জানা গেছে।