English Version
আপডেট : ৭ মে, ২০১৬ ১৪:০৪

সিল মারার অভিযোগে প্রিজাইডিংসহ আটক ৫

অনলাইন ডেস্ক
সিল মারার অভিযোগে প্রিজাইডিংসহ আটক ৫
কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের যুগীরহাট কেন্দ্রে মধ্যরাতে ব্যালট পেপারে অবৈধ সিল মারার অভিযোগে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
 
একই সঙ্গে এই কাজে জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও ক্ষমতাসীন ছাত্রলীগের নেতাসহ ৫ জনকে আটক করেছে। আটকরা হলেন- প্রিজাইডিং অফিসার মোবারক হোসেন, সহকারী প্রিজাইডিং অফিসার তাজুল ইসলাম ও ওসমান আলী। এছাড়া ছাত্রলীগ নেতা যুগিরহাট গ্রামের আবদুল হকের ছেলে খোরশেদ আলম, আবুল হাশেমের ছেলে শাহীন ও রফিক মিয়ার ছেলে মাছুম আটক করা হয়েছে। স্থানীয়রা জানায়, শনিবার চতুর্থ দফায় ইউপি নির্বাচনে ভোটের নির্ধারিত দিনের আগের রাতে শুক্রবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহফুজ আলমের কর্মী-সমর্থকরা জোরপূর্বক ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মারে। খবর পেয়ে পুলিশ ওই কেন্দ্র গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।