English Version
আপডেট : ৭ মে, ২০১৬ ১৩:৫১

কুমিল্লায় নির্বাচনী সহিসংতায় নিহত ১

অনলাইন ডেস্ক
কুমিল্লায় নির্বাচনী সহিসংতায় নিহত ১

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নির্বাচনী সহিসংতায় একজন নিহত হয়েছেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ভোট চলাকালীন শনিবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার  মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা বাজারে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ওসি বদিউজ্জামান বলেন, দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এ হয়েছে। নিহত যুবকের নাম তাপসচন্দ্র দাস (২৩)। তবে তাৎক্ষণিকভাবে এ নিহতর বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি ওসি। পুলিশ জানায়, সকালে ভোট কেন্দ্রে আসার পথে ওই যুবকের ওপর হামলা হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।