English Version
আপডেট : ৬ মে, ২০১৬ ১৪:৩৫

সংসদের দশম অধিবেশনে ১৪টি বিল পাস

অনলাইন ডেস্ক
সংসদের দশম অধিবেশনে ১৪টি বিল পাস

দশম জাতীয় সংসদের দশম অধিবেশনের সমাপ্তি হল বৃহস্পতিবার (০৫ মে)। এরমধ্য দিয়ে চলতি বছরের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘটলো। এরপরে জুন মাসের প্রথম দিকেই রয়েছে বাজেট অধিবেশন।

দশম অধিবেশন শুরু হয় গত ২৪ এপ্রিল রোববার। শেষ হলো বৃহস্পতিবার-০৫ মে।

এই অধিবেশনে মোট ৯ কার্যদিবসে ১৪টি বিল পাস হয়েছে। এরমধ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের বেতন-ভাতা বৃদ্ধির বিল পাস হয়।

দশম অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৭১বিধিতে ২৩৫টি নোটিশ পাওয়া যায়। এসব নোটিশগুলো থেকে ১২টি নোটিশ সংসদ গ্রহণ করে। এবং গৃহীত নোটিশের মধ্যে একটি সংসদে আলোচিত হয়।

কার্যপ্রণালী বিধির ৭১ (ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ছিল ৬১টি।

দশম অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য সর্বমোট ১২৫টি প্রশ্নের নোটিশ পাওয়া যায়। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৪টি প্রশ্নের উত্তর দেন।

বৃহস্পতিবার (০৫ মে) রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রিপতির আদেশ পাঠ করে শোনান।