English Version
আপডেট : ৪ মে, ২০১৬ ১৩:০৩

ব্যক্তিগত গাড়িতে স্টিকার ব্যবহারে নিষেধাজ্ঞা

ষ্টাফ রিপোর্টার
ব্যক্তিগত গাড়িতে স্টিকার ব্যবহারে নিষেধাজ্ঞা
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া

ব্যক্তিগত গাড়িতে পুলিশ, প্রেস এবং অ্যাডভোকেট এ ধরণের কোনো স্টিকার ব্যবহার করা যাবে না।যারা স্টিকার দিয়ে যানবাহন চালাচ্ছেন তাদেরকে প্রতিষ্ঠানের লোগোযুক্ত স্টিকার দিয়ে যানবাহন চালাতে হবে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এ নিয়মের কথা জানান।

বুধবার (০৪ মে) সকালে ডিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।   ডিএমপি কমিশনার বলেন, প্রতিষ্ঠানের নির্দিষ্ট স্টিকার বাদে গাড়িতে আলগা কোনো স্টিকার লাগানো যাবে না।   আছাদুজ্জামান মিয়া বলেন, অপরাধীরা সংবাদপত্রের, পুলিশের এবং অ্যাডভোকেটের আলগা স্টিকার ব্যবহার করে পার পেয়ে যাচ্ছেন। যারা আলগা স্টিকার ব্যবহার করছেন, সেটি করা যাবে না। যারা প্রকৃত সাংবাদিক তাদের প্রতিষ্ঠানের লোগোযুক্ত-স্টিকার ব্যবহার করতে হবে।   রাজধানীতে চলাচলকারী যানবাহনে বেআইনিভাবে হাইড্রোলিক হর্ন যারা ব্যবহার করছেন তাদের সেটি খুলে ফেলার নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার। নয়তো তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি করে দেন তিনি।