English Version
আপডেট : ৪ মে, ২০১৬ ১২:১৯

ঢাকায় এসেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে নিশা দেশাই

অনলাইন ডেস্ক
ঢাকায় এসেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে নিশা দেশাই
এএইচএম মাহমুদ আলী ও নিশা দেশাই ফাইল ফটো।

দুই দিনের সফরে ঢাকায় এসে প্রথমেই পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।

বুধবার সকাল পৌনে ১০ টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয়।

ধারণা করা হচ্ছে এই বৈঠকে মার্কিন মিশনের কর্মকর্তা জুলহাজ মান্নান হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ‘সন্ত্রাসবাদ বিরোধী’ সহযোগিতার বিষয় গুরুত্ব পাবে।

দুই দিনের সফরে ঢাকায় পৌঁছানোর পর নিশা দেশাই’র সঙ্গে দিনের প্রথম ভাগেই বৈঠক শুরু হল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। পরে অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বিকালে তিনি ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক বৈঠকে যোগ দেবেন।

বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে নিশা দেশাই বিসওয়ালের।