English Version
আপডেট : ৪ মে, ২০১৬ ০২:৩২

কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের ঢাকায়

অনলাইন ডেস্ক
কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের ঢাকায়

কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ তিন দিনের সরকারি সফরে ঢাকা পৌঁছেছেন। তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  মঙ্গলবার বিকেলে সাড়ে ৫টায় একটি বিশেষ বিমানে হজরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশটির প্রধানমন্ত্রী। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা জানানো হয়েছে।   পরে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয় কুয়েতের প্রধানমন্ত্রীকে। তিন বাহিনীর চৌকস দল এই গার্ড অব অনার প্রদান করে। পরে কুয়েতের প্রধানমন্ত্রী তাদের কুচকাওয়াজ পরিদর্শন করেন।

এ সফরে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে কুয়েতের সঙ্গে বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষা, সামরিক সহযোগিতা এবং কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা সহজীকরণ সংক্রান্ত তিনটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এ ছাড়া একটি সমঝোতা স্মারকও স্বাক্ষর হতে পারে।

৬৮ সদস্যের কুয়েত প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলে রয়েছেন দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ, অর্থ ও তেল মন্ত্রী আনাস খালেদ আল-সাবাহ, শিক্ষা মন্ত্রী ড. বদর হামাদ আল-ইসাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।   এ ছাড়া কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সফর করছেন।   বাংলাদেশে তিন দিনের সফর শেষে কুয়েতের প্রধানমন্ত্রীর ৫ মে বিকেলে ঢাকা ছাড়ার কথা রয়েছে।