English Version
আপডেট : ৩ মে, ২০১৬ ২১:১২

প্রতিরক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি পেল আশরাফ

অনলাইন ডেস্ক
প্রতিরক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি পেল আশরাফ

জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত কাজের দায়িত্ব থেকে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সংসদ সচিবালয়ের এক প্রজ্ঞাপনে মঙ্গলবার (৩ মে) রাতে সংসদকার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পরিবর্তন করে আইনমন্ত্রী আনিসুল হককে দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত কাজে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পরিবর্তে ৩ মে ২০১৬ তারিখ থেকে দায়িত্ব পালন করবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

যদিও মঙ্গলবারের অধিবেশনে প্রতিরক্ষা কর্মবিভাগ-সংক্রান্ত দুটি বিল পাসের প্রস্তাব করার কথা ছিল সৈয়দ আশরাফুল ইসলামের। তবে ঠিক কী কারণে হঠাৎ দায়িত্ব পরিবর্তন করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

সংসদ অধিবেশনে প্রতিরক্ষা কর্মবিভাগ-সংক্রান্ত বিল দুটি উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দশম সংসদের শুরু থেকে অধিবেশনে প্রতিরক্ষা কাজে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিরক্ষা দফতরের মন্ত্রী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ শেখ হাসিনা নিজেই।