English Version
আপডেট : ৩ মে, ২০১৬ ১১:৫২

নিজামীর রিভিউ শুনানিতে যা বললেন প্রধান বিচারপতি

ষ্টাফ রিপোর্টার
নিজামীর রিভিউ শুনানিতে যা বললেন প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি এসকে সিনহা-ফাইল ফটো।

একাত্তরে মানববতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর রিভিউ শুনানিতে প্রধান বিচারপতি এসকে সিনহা বলেছেন, আমরা বিচারের নামে তামাশা চাই না। কারণ এই মানবতবিরোধী অপরাধের বিচার সারাবিশ্ব পর্যবেক্ষণ করছে। এজন্য সকল আইনি সুযোগ সুবিধা দিয়ে এবং যাতে মানবাধিকার লঙ্ঘিত না হয় সে বিষয়টি লক্ষ্য রেখেই এই বিচার করা হচ্ছে।

আজ মঙ্গলবার (৩ মে) ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াতের আমিরের রিভিউ পিটিশনের শুনানির এক পর্যায়ে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, মুক্তিযুদ্ধকালীন সময়ে যে নৃশংসতা হয়েছে সেটিকে কসোভো ও যুগোশ্লোভিয়ার যুদ্ধের সঙ্গে তুলনা করলে হবে না। এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নৃশংসতার সঙ্গে তুলনা করতে হবে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধে পাক সেনারা দুই মাসও এদেশে অবস্থান করতে পারত না, যদি না তাদেরকে আলবদর ও তাদের সহযোগীরা সহযোগিতা না করত।

এসময় নিজামীর পক্ষে শুনানি করতে গিয়ে খন্দকার মাহবুব হোসেন বলেন, মূল হোতাদের ছেড়ে দিয়ে ৪০ বছর পর চুনোপুঁটিদের বিচার করা হচ্ছে। রাজনৈতিকভাবেই এই বিচার করা হচ্ছে।