English Version
আপডেট : ২ মে, ২০১৬ ১৮:৩৬

ধর্মঘট প্রত্যাহার নৌ-মালিকদের

অনলাইন ডেস্ক
ধর্মঘট প্রত্যাহার নৌ-মালিকদের

নৌযান শ্রমিকদের পর এবার ধর্মঘট প্রত্যাহার করেছেন নৌ-মালিকরা।

সোমবার (২ মে) নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন (বিসিভিওএ) এবং কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ  (কোয়াব) এর নেতারা।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিসিভিও’র সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ।

প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন কোয়াবের সিনিয়র ভাইস চেয়ারম্যান লক্ষণ চন্দ্র ধর, বিসিভিও’র সহ-সভাপতি মো. খুরশীদ আলম, আলহাজ্ব কামাল হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ, আইন বিষয়ক সম্পাদক রফিকুল আলম দীপু, সদস্য ইঞ্জিনিয়ার মাহাবুব কবির ও সদস্য কাজী আবুল করিম।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অশোক মাধব রায় এসময় উপস্থিত ছিলেন।