English Version
আপডেট : ২ মে, ২০১৬ ১২:২০

‘গুপ্তহত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পেরেছি’

নরসিংদী প্রতিনিধি:
‘গুপ্তহত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পেরেছি’

দেশে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সঠিক লোক ও সঠিক দলটিকে চিহ্নিত করতে পেরেছি। একে একে এসব অপরাধীদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করছি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার রাতে নরসিংদী জেলার শিবপুর উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উন্নয়নের সঙ্গে সঙ্গে সবখানে আইএস সন্ত্রাস শুরু হয়েছে, মানুষ হত্যার একটা অভিনব কৌশল শুরু করেছে। কতখানি জঘন্য, কতখানি ঘৃণ্য যে আমাদের সম্মানিত শিক্ষকরা তার শিকার হয়েছেন।

তিনি আরো বলেন, আমরা একে একে সব আইডেন্টিফাই করেছি। এ কারণেই বলব যে, কোন সাহায্য আমাদের দরকার নাই, আমরাই অপরাধীদের খুঁজে বের করতে পারব। আমরা সব ষড়যন্ত্র উদঘাটন করেছি। সঠিক লোক ও সঠিক দলটিকে চিহ্নিত করতে পেরেছি। একে একে এসব অপরাধীদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করছি।

তিনি আরও বলেন, ‘বলা হয় আইএস হত্যা করেছে; আইএস কেন হত্যা করবে? আইএস আমরা বিশ্বাস করি না, বাংলাদেশের মানুষ ধর্মভীরু, ধর্মান্ধ নয়। আমরা বিশ্বাস করি আমরা বাঙ্গালি। আমরা পাকিস্তানে ছিলাম, পাকিস্তানকে বিদায় করে দিয়েছি, তারাও তো মুসলমানই ছিল। আমরা তাদের বিশ্বাস করি না, তাই তাদের তাড়িয়ে দিয়েছি। আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেছি। তারা এখন পাকিস্তান, আমরা বাংলাদেশ। আইএসের মত ‘ইসলাম ধর্ম সব মিলিয়ে এক দেশ’, এগুলো আমাদের দেশের মানুষ বিশ্বাস করে না।’

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ খান। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম (বীর প্রতিক), স্থানীয় সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা প্রমুখ।