English Version
আপডেট : ২ মে, ২০১৬ ০২:৩৮

বাস ভাড়া বিষয়ে সিদ্ধান্ত আজ

ষ্টাফ রিপোর্টার
বাস ভাড়া বিষয়ে সিদ্ধান্ত আজ

তেলের দাম কমায় বাস ভাড়া কমিয়ে আনতে আজ সোমবার দুপুরে বৈঠক করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এতে সভাপতিত্ব করবেন বিআরটিএ চেয়ারম্যান।

বৈঠকে বিআরটিএ’র ভাড়া বিশ্লেষণ কমিটির সদস্য, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, মালিক সমিতি ও স্টেক হোল্ডাররা অংশ নেবেন বলে জানান, বিআরটিএ’র সচিব শওকত আলী।

গত ২৪ এপ্রিল জ্বালানি তেলের দাম কমানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেন ও পেট্রোল লিটারে কমেছে ১০ টাকা আর ডিজেল ও কেরোসিন প্রতি লিটারে কমেছে তিন টাকা করে।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে ২০১৩ সালে সর্বশেষ দূরপাল্লার রুটে ভাড়া বাড়ানো হয়। সে সময় কিলোমিটার প্রতি ভাড়া নির্ধারণ করা হয় ১ টাকা ৪৫ পয়সা।