English Version
আপডেট : ১ মে, ২০১৬ ২১:২৮

একশ’টি শিল্পাঞ্চল গড়ে তুলব:প্রধানমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার
একশ’টি শিল্পাঞ্চল গড়ে তুলব:প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শ্রমিক কর্মসংস্থানের ব্যবস্থা করতে দেশের দেশে ১০টি বিশেষ অর্থনৈতিক শিল্পাঞ্চল গড়ে তোলা হয়েছে। আমরা অন্ততঃ একশ’টি শিল্পাঞ্চল গড়ে তুলব।  

রোববার বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ ঘোষণা দেন।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার শ্রমিকদের জন্য সব সময় কাজ করে আসছে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারই প্রথম মে দিবসে সরকারি ছুটির পাশাপাশি দিনটিকে শ্রমিক সংহতি দিবস ঘোষণা করেন। আমরা রাষ্ট্রীয়ভাবে মে পালন করে যাচ্ছি।

তিনি বলেন, শ্রমিকদের কল্যাণে কাজ করা আমাদের কর্তব্য। কারণ আমরা যদি দেশকে উন্নত করতে চাই, তাহলে দেশে শিল্প-কলকারখানা গড়ে তুলতে হবে। সেই সঙ্গে আমাদেরকে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাতা করতে হবে। তাদের ঘাম, তাদের শক্তি, তাদের শ্রম দিয়েই তো উৎপাদন হয়। তারাই উৎপাদন করে, কৃষকরা যেমন রোদে পুড়ে ফসল ফলায়, তেমনি কৃষকরা রোদেপুড়ে কষ্ট করে, তার শক্তি দিয়ে উৎপাদন হয় বলেই আমাদের অর্থনীতি সচল হয়। যাদের উৎপাদন দিয়ে অর্থনীতি টিকে আছে তাদের তো অবশ্যই মূল্যায়ন করতে হবে। আওয়ামী লীগ সরকার শ্রমিকদের সেই মর্যাদা দেয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, যেসব জেলায় যে ধরণের শিল্পের কাঁচামাল পাওয়া যায় সেখানে সে ধরণের শিল্পাঞ্চল গড়ে তুলতে একটি সমীক্ষা করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। শিল্পকারখানা গড়ে তোলার ব্যাপারে শিল্পমালিকদের যত্রতত্র গড়ে না তুলে অর্থনৈতিক অঞ্চলগুলোতে কল-কারখানা স্থাপনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, অর্থনৈতিক অঞ্চলে কল-কারখানা করলে আমরা বিদ্যুৎ-গ্যাস-পানিসহ যা যা প্রয়োজন তার ব্যবস্থা করেত পারব, কিন্তু যত্রতত্র কলকারখানা গড়লে আমাদের পক্ষে তা করা সম্ভব হবে না।

কৃষি ও শিল্পায়ন সমানতালে চলবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের ছোট্ট ভূখণ্ডে ১৬ কোটি মানুষ, তাদের খাদ্য নিরাপত্তার কথা খেয়াল রাখতে হবে। পাশাপাশি শিল্পায়নও করতে হবে, তাই কৃষি জমি যাতে নষ্ট না হয় সেদিক লক্ষ্য রেখে আমরা শিল্পায়নের জন্য জমি নির্দিষ্ট করে দিচ্ছি। এরই মধ্যে ১০টি বিশেষ অর্থনৈতিক শিল্পাঞ্চল গড়ে তোলা হয়েছে। আমরা অন্ততঃ একশ’টি শিল্পাঞ্চল গড়ে তুলব।