English Version
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৬ ১৫:১৪

সুন্দরবনের আগুন নিভেছে

অনলাইন ডেস্ক
সুন্দরবনের আগুন নিভেছে

তিন দিন পর (৭০ ঘন্টা) সুন্দরবনের আগুন নিভেছে। শনিবার (৩০ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে আগুন নিভেছে। বুধবার (২৭ এপ্রিল) বিকেলে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের ২৫ নাম্বার কম্পার্টমেন্টের তুলাতলা এলাকায় আগুন লাগে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক (ডিএডি) মো. মানিকুজ্জামান আগুন নেভানোর বিষয়টি করে বলেন, শনিবার পৌনে ১২টায় আগুন নেভানোর কাজ শেষ করেছে ফায়ার সার্ভিস। আগুন নিভে গেলেও ঘটনাস্থলে বন বিভাগের সাথে দমকল বিভাগ যৌথভাবে পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, সুন্দরবনে লাগা আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়েছে। শনিবার সকাল থেকে বনে কোথাও আগুনে ধোঁয়া দেখা যাচ্ছে না। এবারের আগুনে তুলাতলা এলাকার প্রায় সাড়ে তিন একর বনভূমি পুড়ে গেছে বলেও জানান তিনি।

এদিকে, সুন্দরবনে আগুন দেওয়ার অভিযোগে ৬ জনের নাম উল্লেখ করে বন আদালতে মামলা করেছে বনবিভাগ। ধানসাগর স্টেশনের স্টেশন কর্মকর্তা (এসও) সুলতান মাহমুদ বাদী হয়ে বন আদালতে একটি মামলা দায়ের করেন। এ নিয়ে এক মাসের মধ্যে চার অগ্নিকাণ্ডে ঘটনায় বন বিভাগ তিনটি মামলা করা হলো।