English Version
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৬ ২০:৪২

“কিছু ক্লু পাওয়া গেছে”

ষ্টাফ রিপোর্টার
“কিছু ক্লু পাওয়া গেছে”
জুলহাস মান্নান ও তনয়

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, রাজধানীর কলাবাগানে ইউএসএআইডির কর্মকর্তা ও রূপবান পত্রিকার সম্পাদক জুলহাজ মান্নান এবং নাট্যকর্মী মাহবুব রাব্বি তনয় হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ৩ জনকে সনাক্ত করা হয়েছে।

আজ শুক্রবার (২৯এপ্রিল) ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান।

মন্ত্রী বলেন, তিনজনকে শনাক্ত করা হয়েছে। বাকিদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। সঠিক পথেই তদন্ত চলছে। ওই তিনজনের ব্যাপারে বিভিন্ন পত্রিকায় খবরও এসেছে। আর কয়েকদিন পরে সবকিছু জানা যাবে।

গতকাল মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল অফিসার জুলহাজ হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। কলাবাগান জোড়াখুনের ঘটনায় “কিছু ক্লু পাওয়া গেছে ” বলে কেরিকে জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী-কেরি ফোনালাপের আগের দিন বুধবার দেশের সাম্প্রতিক হত্যাকাণ্ডে আইএস-আল কায়েদার সংশ্লিষ্টতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

গত সোমবার বিকালে লেক সার্কাস এলাকায় বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করা হয় জুলহাজ তনয়।