English Version
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৬ ১৩:০৩

আগুনে এখনও জ্বলছে সুন্দরবন

বাগেরহাট প্রতিনিধি:
আগুনে এখনও জ্বলছে সুন্দরবন

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের তুলাতলা এলাকার আগুন ৪০ ঘণ্টায়ও পুরো নেভেনি। এখনো সেখানে আগুন জ্বলছে এবং ধোঁয়া দেখা যাচ্ছে।

বুধবার বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের তুলাতলা এলাকায় আগুন লাগে। খবর পেয়ে বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্বিতীয় দিনের মতো আগুন নেভানোর কাজ করে। আগুন পুরো নিয়ন্ত্রণে তারা শুক্রবার সকাল থেকে আবারো কাজ শুরু করেছে। এদিকে ফায়ার সার্ভিসের খুলনার একটি টিমও ঘটনাস্থলে কাজ শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও আগুন নেভানো সম্ভব হয়নি।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মানিকুজ্জামান শুক্রবার সকালে বলেন, বুধবার সন্ধ্যায় সুন্দরবনে তিনটি ইউনিট নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করি। তা চলে রাত ৩টা পর্যন্ত। এরপর তিন ঘণ্টা বিরতি দিয়ে বৃহস্পতিবার আবার ভোর থেকে শুরু হয় কাজ। শুক্রবারও বিভিন্ন স্থানে ধোঁয়া দেখতে পাওয়ায় সকাল থেকে আবার কাজ শুরু করেছি। দুস্কৃতকারীরা বনের ভেতরে কয়েকটি স্থানে আগুন দিয়েছে। তাই বিক্ষিপ্তভাবে লাগা আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, সুন্দরবনে বেশ কিছু এলাকায় এখনো ধোঁয়া দেখা যাচ্ছে, তবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। শুক্রবার ভোরে আবার কাজ শুরু হয়েছে। স্থানীয় শতাধিক লোককে বন বিভাগ ও ফায়ার সার্ভিসকে সহয়তার জন্য নিয়োগ করা হয়েছে। তবে কত এলাকায় আগুন ছড়িয়েছে এবং তাতে কী ধরনের গাছপালা পুড়েছে তা তিনি এখনো বলতে পারেননি।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনী আগুন লাগার ঘটনায় মামলার আসামিদের ধরতে অভিযান শুরু করেছে।