English Version
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৬ ১৮:২৩

সিম নিবন্ধনের শেষ সময় ৩০এপ্রিল, রাত ১০টা পর্যন্ত

সিম নিবন্ধনের শেষ সময় ৩০এপ্রিল, রাত ১০টা পর্যন্ত
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম

বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধনের আর আর সময় বাড়ানো হবে না। আগামী ৩০ এপ্রিল শনিবার, রাত ১০টা পর্যন্ত সিম নিবন্ধন কার্যক্রম চলবে। এজন্য সকল কাস্টমার কেয়ার রাত ১০ খোলা রাখা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, ‘আর ১ মে থেকে অনিবন্ধিত সিম তিন ঘন্টার জন্য বন্ধ রাখা হবে। এর মধ্যে জরুরিভিত্তিতে সিম নিবন্ধনের জন্য তাদেরকে সতর্ক বার্তা দেয়া হবে।’

এদিকে সিম নিবন্ধনের কার্যক্রমের সময় বাড়ানোর জন্য বিটিআরসি’র কাছে আবেদন করেছে মোবাইল ফোন অপারেটররা। গ্রামীণ ফোনের দাবি সিম নিবন্ধনের মেয়াদ আরো দুই মাস (৩০ জুন পর্যন্ত) বাড়ানো। বাংলা লিংক এক মাস সময় (৩১ মে পর্যন্ত) সময় বাড়ানোর পক্ষে।

খবরে প্রকাশ, বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে সাত কোটি ৮৯ লাখ সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে।