English Version
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৬ ১৬:৫৬

নাগরিক বিনা খরচে আইনি সহায়তা পাবে ১৬৪৩০ নম্বরে

অনলাইন ডেস্ক
নাগরিক বিনা খরচে আইনি সহায়তা পাবে ১৬৪৩০ নম্বরে

দেশের নাগরিকদের আইনি সহায়তা দিতে সরকার চালু করেছে জাতীয় হেল্পলাইন। ১৬৪৩০ নম্বরে ফোন করে বিনা মূল্যে আইনি সহায়তা নিতে পারবেন জনগন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে এ সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে লিগ্যাল এইড কল সেন্টার জাতীয় হেল্পলাইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেবা কার্যক্রমটি চালু হয়।

শেখ হাসিনা বলেন, বিচার পাওয়ার অধিকার সবার আছে। সরকার সবার বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে চায়। দুস্থদের বিচারে সহায়তা দিতেই এ সেবা চালু করা হয়েছে।

তিনি বলেন, কারাগারে বিনা বিচারে দীর্ঘদিন ধরে বন্দি থাকা মানুষদের তালিকা করে আইনি সহায়তা দিতে হবে। এমন বহু মানুষ আছেন, যারা বিচার পান না। অনেকে মিথ্যা মামলায় বছরের পর বছর ধরে কারাগারে পড়ে আছেন। তারা বা তাদের পরিবারের সদস্যরা জানেন না যে, কীভাবে এ দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। কীভাবে আইনগত সহায়তা পাওয়া যায়। তাদের কল্যাণেই জাতীয় আইনগত সহায়তা কর্মসূচি চালু করেছে সরকার।