English Version
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৬ ১৪:১৩

‘দেশে আইএস নেই সন্ত্রাসীরাই এসব ঘটনা ঘটাচ্ছে’

ষ্টাফ রিপোর্টার
‘দেশে আইএস নেই সন্ত্রাসীরাই এসব ঘটনা ঘটাচ্ছে’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ফাইল ফটো।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আবারও জোর দিয়ে বলেছেন, বাংলাদেশে আইএসেএর নেই। দেশের অভ্যন্তরীণ কিছু সন্ত্রাসী গোষ্ঠী পর্দার আড়ালে থেকে মাঝে মাঝে এসব গুপ্তহত্যাকাণ্ড ঘটাচ্ছে।

আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, বুধবার ‘বাংলাদেশে আইএস (ইসলামিক স্টেট) আছে’ বলে মন্তব্য করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন তারাই (আইএস) এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তিনি বলেন, ‘বাংলাদেশে আইএস আছে একথা সরকারকে বিশ্বাস করতে হবে।’ অপরাধীরা অপরাধ করে পালিয়ে যাওয়ার মতো পরিবেশ এদেশে আছে বলেও মন্তব্য করেন বার্নিকাট। এরআগে প্রায় দেড় ঘণ্টা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বার্নিকাট।