English Version
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৬ ১১:৪৫

‘শুক্রবার থেকে বিদ্যুতের লোডশেডিংয়ের অবসান হবে’

অনলাইন ডেস্ক
‘শুক্রবার থেকে বিদ্যুতের লোডশেডিংয়ের অবসান হবে’
বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু

সারাদেশ তাপদাহে পুড়ছে। সেইসাথে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। সক্ষমতা থাকা সত্ত্বেও কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় প্রতিদিন ৭০০-৮০০ মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। গ্রাহক পর্যায়ে তা বেড়ে হচ্ছে ১৫০০-১৬০০ মেগাওয়াট।

তবে শুক্রবার থেকেই বিদ্যুতের লোডশোডিং কমে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বুধবার রাতে নিজের ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে এ আশাবাদের কথা জানান মন্ত্রী।

প্রতিমন্ত্রী তার স্ট্যাটাসে বলেন, গত এক সপ্তাহ ধরে সারা বাংলাদেশের ঢাকা শহর, চট্টগ্রাম ও উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ বিদ্যুৎ না থাকার কারণে কষ্ট করে যাচ্ছেন এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

স্ট্যাটাসে মন্ত্রী আরো জানান, নৌযান শ্রমিকদের ধর্মঘটের কারণে বিদ্যুৎকেন্দ্রগুলোতে সময় মতো জ্বালানি তেলের সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় সেগুলোতে উৎপাদন ব্যাহত হয়। দেশে যখন বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড করছে এবং জনগণের সেবার জন্য কাজ করে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ তখনই সরকারকে বেকায়দায় ফেলতে গভীর ষড়যন্ত্র করছে একটি স্বার্থান্বেষ মহল। আমরা আশা করি কোন মহলই তাদের দাবি আদায়ের জন্য সাধারণ জনগণকে জিম্মি করবে না।

তিনি আশা প্রকাশ করেন আগামী শুক্রবার থেকেই দেশের বিদ্যুতের অবস্থা স্বাভাবিক হবে।