English Version
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৬ ১০:৩৫

বায়োমেট্রিক সিম নিবন্ধনের সময় বাড়তে পারে

ষ্টাফ রিপোর্টার
বায়োমেট্রিক সিম নিবন্ধনের সময় বাড়তে পারে

বায়োমেট্রিক পদ্ধতিতে (আঙুলের ছাপ) সিম নিবন্ধনে সময় বাড়তে পারে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটআরসি) সর্বশেষ তথ্য অনুযায়ী ২৪ এপ্রিল পর্যন্ত ৭ কোটি ৩৩ লাখ সিম সফলভাবে নিবন্ধিত হয়েছে। আর আঙুলের ছাপ ও তথ্য না মেলায় ১ কোটির মতো সিমের সফল নিবন্ধন হয়নি। দেশে চালু থাকা মোট সিমের সংখ্যা ১৩ কোটি ৮ লাখ। সে হিসেবে এখনো ৬ কোটি সিমের নিবন্ধন হয়নি।

এদিকে সিম পুনঃনিবন্ধনের সময়সীমা আরও ১ মাস বাড়াতে বিটআরসির কাছে চিঠি দিয়েছে গ্রামীণ ফোন ও বাংলালিংক। এ বিষয়ে বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের জাতীয় পরিচয়পত্রের তথ্য ভুল থাকার কারণে অনেক গ্রাহকের সিম নিবন্ধন সফলভাবে করা যায়নি। এ ভোগান্তি নিরসনে শেষ মুহূর্তে নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইলের সিম নিবন্ধনে কারো আঙুলের ছাপ হালনাগাদের প্রয়োজন পড়লে জরুরিভাবে আবেদনকারীকে সহযোগিতা করতে মাঠ পর্যায়ে বিশেষ নির্দেশনা পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

৩০ এপ্রিল সিম নিবন্ধনের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হচ্ছে।