English Version
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৬ ১৯:২৩

সুন্দরবনে তৃতীয় দফায় আবারো অগ্নিকাণ্ড!

খুলনা প্রতিনিধি:
সুন্দরবনে তৃতীয় দফায় আবারো অগ্নিকাণ্ড!

পূর্ব সুন্দরবনের নাংলী এলাকায় আবারো ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে বনের ভিতরে ধোয়া উড়তে দেখে স্থানীয়রা। এরপর তারা বন বিভাগে খবর দেন। খবর পেয়ে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ছুটে যান।

 

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক বেলায়েল হোসেন বলেন, আজ বুধবার বিকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশনের নাংলী ক্যাম্প সংলগ্ন নল বনে আবারো আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে নল বাগান ও আশপাশের গুল্ম জাতীয় লতাপাতা পুড়ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যদের ঘটনাস্থলে যাওয়ার জন্য নিদের্শ দেয়া হয়েছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করতে পারেনি বন বিভাগ। আর ফায়ার সার্ভিসের সদস্যদের ঘটনাস্থলে পৌছাতে সন্ধ্যা হয়ে যাবে।

উল্লেখ্য, এর আগে নাংলীর একই এলাকায় গত ২৮ মার্চ লাগা আগুনে প্রায় দেড় একর ও ১৩ এপ্রিল লাগা আগুনে পুড়ে গেছে প্রায় সাড়ে ৮ একর বনভূমির গাছপালা।