English Version
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৬ ১২:১৩

তাপপ্রবাহ অব্যাহত থাকবে

অনলাইন ডেস্ক
তাপপ্রবাহ অব্যাহত থাকবে

দেশজুড়ে বয়ে যাওয়া মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। বুধবার (২৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, দিনাজপুর, সৈয়দপুর ও চাঁদপুর, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। কিন্তু এসময়ে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

দিনাজপুরে ৩৯,৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে; যা গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নেত্রকোনায়; যা ২১.৪ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ অঞ্চলসহ সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

গতকাল মঙ্গলবার সিলেটে ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশের কোথাও তেমন বৃষ্টিপাত হয়নি। সিনপটিক অবস্থা সম্পর্কে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় বাতাসের গতি ও দিক সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে প্রতি ঘণ্টায় ৮-১৫ কিলোমিটার গতিতে প্রবাহিত হচ্ছে। গতকাল ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।

বুধবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬.২৬টায় এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ৫.২৮টায়।