English Version
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৬ ০১:৩৭

নৌযান ধর্মঘট স্থগিত

ষ্টাফ রিপোর্টার
নৌযান ধর্মঘট স্থগিত

জাতীয় বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি নির্ধারণ, নিয়োগপত্র প্রদানসহ ১৫ দফা দাবিতে নৌযান শ্রমিকদের গত বুধবার থেকে চলমান ধর্মঘট বহু নাটকীয়তার মধ্যেদিয়ে গভীর রাতে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে আন্দোলনরত তিনটি নৌশ্রমিক সংগঠন।

মঙ্গলবার দুপুর ২টায় সচিবালয়ে শুরু হওয়া বৈঠক শেষ হয় রাত পৌঁনে ১০টায়। নৌযান শ্রমিকদের সঙ্গে সরকার ও মালিকদের ত্রিপক্ষীয় বৈঠকে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত হয়।

বৈঠকে নৌমন্ত্রী শাজাহান খান মালিক-শ্রমিকদের উপস্থিতিতে নৌশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৯ হাজার টাকা নির্ধারণ করেন। এছাড়া খ শ্রেণির শ্রমিকদের জন্য সাড়ে নয় হাজার ও ক শ্রেণির শ্রমিকদের মজুরি নির্ধারণ হয়েছে ১০ হাজার টাকা।

তবে শ্রমিকরা ক শ্রেণির মজুরি পূন:বিবেচনার দাবি জানান। আর মালিকরা এই ঘোষণার সঙ্গে দ্বিমত পোষণ করে সভাকক্ষ ত্যাগ করেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে ত্রিপক্ষীয় সভা শেষে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

সভায় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।