English Version
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৬ ০১:১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে আকস্মিক বৈঠকে রওশন

ষ্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রীর সঙ্গে আকস্মিক বৈঠকে রওশন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম রওশন এরশাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আকস্মিক বৈঠক করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জাপার প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদ।

মঙ্গলবার সন্ধ্যায় সংসদে প্রধানমন্ত্রীর লবিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় আধা ঘণ্ট‍াব্যাপী দু’জন একান্তে আলাপ করেন। 

বৈঠক থেকে বেরিয়ে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সাংবাদিকদের বলেন, ময়মনসিংহের উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলাপের জন্য প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম। এদিকে প্রধানমন্ত্রী ও রওশন এরশাদের আকস্মিক বৈঠক নিয়ে জাতীয় পার্টির মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ধারণা করা হচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে দলের কাউন্সিলকে কেন্দ্র করে নতুন করে সৃষ্ট জটিলতা নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইতে পারেন রওশন।