English Version
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৬ ০০:৫১

কাতারে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ ৪ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক
কাতারে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ ৪ বাংলাদেশি নিহত

কাতারের রাজধানী শহর দোহায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ প্রবাসী চার বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন।হতাহতদের সকলের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। 

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮ টায় (বাংলাদেশ সময় বেলা ১১ টা) এ দুর্ঘটনা ঘটে।

ট্যাক্সিযোগে কাতারের রাজধানী শহর দোহা’র স্থানীয় সবজি মার্কেট থেকে সোমাল নামক স্থানে যাওয়ার পথে মালবাহী ট্রাকের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের আমরপুর গ্রামের হাছই মিয়ার ছেলে ইসলাম উদ্দিন (৩২) ও তার ছোট ভাই মঈনুদ্দিন (৩০), গর্দনাকান্দি গ্রামের কুতুব উদ্দিনের ছেলে আওলাদ হোসেন (৩৫) এবং কাপ্তানপুর গ্রামের মুহিব উদ্দিন (২৮)।

আহতরা হলেন আওলাদ হোসেনের ছোট ভাই রেজওয়ানুল করিম ও ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের ফরিদ উদ্দিন। উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য এখলাছ উদ্দিন হতাহতদের পরিবারের বরাত দিয়ে ঘটনা নিশ্চিত করে তিনি জানান, চারজনের মৃতদেহ হামাদ মেডিকেল সেন্টার মর্গে রাখা হয়েছে।