English Version
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৬ ২০:২৫

বিচারপতিদের অপসারণ আইন করা দরকার

অনলাইন ডেস্ক
বিচারপতিদের অপসারণ আইন করা দরকার
প্রেসিডেন্ট ছাড়া কেউ আইনের ঊর্ধ্বে নয়। তাই বিচারপতিদের অপসারণ আইন করা খুবই দরকার মনে করেন আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। মঙ্গলবার (২৬ এপ্রিল) জাতীয় আইন কমিশনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খায়রুল হক বলেন, 'বিচারপতিদের অপসারণ আইন করা খুবই দরকার। এটা সবার জন্য ভালো। আমি এখনো বিশ্বাস করি, আমাদের বিচারকের বিরুদ্ধে কেন অভিযোগ উঠবে না?' তিনি বলেন, 'পাকিস্তান ছাড়া বিশ্বের সব দেশে বিচারকদের অপসারণ আইন আছে। আমাদের দেশেও এরকম আইন থাকা দরকার। দেশের মালিক জনগণ, তাদের কাছে সকলের দায়বদ্ধতা আছে। একটা জবাবদিহিতা থাকা উচিত।'   আইন কমিশন চেয়ারম্যান বলেন, 'দায়বদ্ধতার চিন্তায় ১৯৭২ সালের সংবিধানের ৯৬ অনুচ্ছেদের পক্ষে মতামত দিয়েছি। এখন এটা যদি জনগণ, বিচারক ও সবার কাছে গ্রহণযোগ্য হয় তাহলে আমরা সফল। আর যদি না হয়, দোষটা আমাদেরই।' সংসদে এ আইন পাস হলে বিচারকদের ওপর কোনো প্রভাব পড়বে কি না- এমন প্রশ্নের জবাবে আইন কমিশনের চেয়ারম্যান বলেন, 'এডমান্ড বার্কের ভাষায় বিচারকদের মন পাথরের মতো। সুতরাং এ আইন তৈরির পর কোনো প্রভাব পড়বে না। একজন বিচারকের জন্য এসব বিষয় কিছু আসে যায় না।' তিনি বলেন, ‘অভিযোগগুলো পাবলিকলি হবে না। আর তদন্ত হবে কি-না, সেটা ঠিক করবেন সংসদের মেজরিটি সদস্যরা। এগুলো হবে রুদ্ধদ্বার মিটিংয়ে। আর তদন্ত তো ছেলে মানুষরা করছেন না, বিদগ্ধ মানুষরা করছেন। কার ব্যাপারে তদন্ত করছেন সেটাও দেখতে হবে। আর অভিযোগ প্রমাণিত হওয়ার পরেও সংসদ না চাইলে অপসারণ হবে না।' বিচারক নিয়োগে নীতিমালা নেই, অথচ অপসারণ নিয়ে আইন হচ্ছে- এমন প্রশ্নে খায়রুল হক বলেন, 'নিয়োগেও নীতিমালা হওয়া উচিত। চাইলে আমরা অবশ্যই তৈরি করে দেব।' বিচারপতিরা এ বিষয়ে মতামত দিয়েছেন কি না সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সাবেক এই প্রধান বিচারপতি।