English Version
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৬ ১৮:০৮

সাংবাদিক মাহফুজুল আর নেই

অনলাইন ডেস্ক
সাংবাদিক মাহফুজুল আর নেই
সাংবাদিক মাহফুজুল হক খান আর নেই। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..........রাজিউন)।
 
জাতীয় প্রেসক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর পৌনে ১২টায় স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মাহফুজুল হকের জন্ম বরিশালে। তিনি স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। স্বজনরা জানিয়েছেন, মঙ্গলবার আসরের পর লালমাটিয়ার বিবি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মাহফুজুল হককে দাফন করা হবে বলে।
 
প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।