English Version
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৬ ১০:০১

‘জুলহাস হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্র স্তম্ভিত’

অনলাইন ডেস্ক
‘জুলহাস হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্র স্তম্ভিত’

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের সাবেক কর্মকর্তা জুলহাস মান্নান খুনের ঘটনায় যুক্তরাষ্ট্র স্তম্ভিত। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বর্বরোচিত এ হত্যাকাণ্ডে জুলহাসের পরিবার ও স্বজনদের প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়েছে।

ন্যাক্কারজনক এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে আমেরিকা।

দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাস মান্নান যুক্তরাষ্ট্রভিত্তিক দাতা সংস্থা ইউএসএআইডি’র কর্মকর্তা ছিলেন। এছাড়া তিনি ঢাকা নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ডেন ডব্লিউ মজিনার প্রেটকল কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন। সোমবার (২৫এপ্রিল)সন্ধ্যায় তিনি তার বন্ধু মাহবুব তনয়সহ কলাবাগানের বাসায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন।