English Version
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৬ ০৯:৩৪

‘নৃশংস হত্যাকাণ্ডের মাতলামি দমনে বাংলাদেশ ব্যর্থ’

অনলাইন ডেস্ক
‘নৃশংস হত্যাকাণ্ডের মাতলামি দমনে বাংলাদেশ ব্যর্থ’

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে নৃশংস হত্যাকাণ্ডের মাতলামি দমনে বাংলাদেশ কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে।সংস্থাটির দক্ষিণ এশিয়ার পরিচালক চাম্পা প্যাটেল এ মন্তব্য করেন।

সোমবার অ্যামনেস্টি নিজস্ব ওয়েব সাইটে এ বিবৃতি প্রকাশ করা হয়।

অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়, আজ এলজিবিআই প্রকাশনার সম্পাদক তার বন্ধুসহ নৃশংস ভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে হত্যার একদিন পরই তাদেরকে কুপিয়ে হত্যা করা হল। শান্তিপ্রতিষ্ঠায় দেশটিতে কর্মরত কর্মীদের জন্য এখন ভয়াবহ নিরাপত্তার অভাব দেখা দিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, চলতি মাসেই চারটি মর্মান্তক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এটা খুবই দু:খজনক যে এসব ঘটনার জন্য কাউকে দায়ী করা হচ্ছে। আর হুমকির মুখে থাকা সুশীল সমাজের সদস্যদের নিরাপত্তা দেয়া হচ্ছে না।