English Version
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৬ ০১:১০

জুলহাজ খুনের ঘটনায় মার্কিন রাষ্ট্রদূতের তীব্র নিন্দা

অনলাইন ডেস্ক
জুলহাজ খুনের ঘটনায় মার্কিন রাষ্ট্রদূতের তীব্র নিন্দা

বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজিনার প্রটোকল কর্মকর্তা জুলহাজ মান্নান খুনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। 

সোমবার রাতে আমেরিকান দূতাবাস থেকে পাঠানো এক প্রেসবার্তায় এ কথা জানানো হয়।

বার্নিকাট তার বিবৃতিতে জুলহাজের ওপর চালানো হামলাকে বর্বর (brutal) উল্লেখ করে বলেন, ঢাকায় আজ বিকেলে এভাবে আরেকজন তরুন বাংলাদেশী হত্যার ঘটনায় আমি মর্মাহত।

জুলহাজকে আন্তরিক বন্ধু হিসেবে আখ্যায়িত করে বার্নিকাট বলেন, ঢাকায় আমেরিকান দূতাবাসে জুলহাজের সাথে অনেকেরই কাজ করার সুযোগ হয়েছিল, যারা তাকে শুধু সহকর্মী হিসেবেই পায়নি, পেয়েছিল অত্যন্ত কাছের বন্ধু হিসেবে।

বার্নিকাট জুলহাজের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, নিহত অপর ব্যক্তি এবং যারা আহত হয়েছেন তাদের সবার প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি।

বিবৃতিতে বার্নিকাট এই অমানবিক ও বিবেকহীন হত্যাকাণ্ডের জন্য দায়ী ক্রিমিনালদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানান।