English Version
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৬ ২১:০৭

বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করার বিধান

সেতু কর্তৃপক্ষ আইন-২০১৬ বিল উত্থাপন
অনলাইন ডেস্ক
বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করার বিধান

টোলঘরের কাছে জটলা সৃষ্টি করলে ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ এবং বিধিভঙ্গের দায়ে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করার বিধান রেখে ‘বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আইন-২০১৬’র বিল জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) রাতে দশম সংসদের দশম অধিবেশনে ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিলটি উত্থাপন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পরে বিলটি পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। বিলের ধারা ২৮-এ বলা হয়, কোনো সেতু, টানেল, টোল এবং সড়ক বা কর্তৃপক্ষের আওতাধীন অন্য কোনো স্থাপনা যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করলে; প্রাচীর, বেড়া, চিহ্ন, প্রতীক বা সঙ্কেত ধ্বংস বা ক্ষতি করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। ধারা ২৮-এর অধীনে অপরাধ সংঘটন করলে বিনা ওয়ারেন্টে অপরাধীকে গ্রেপ্তার করা যাবে।

উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, আইনের ধারাবাহিকতা রক্ষা এবং সমন্বিত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সেতু, টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নামে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা ও বিধান প্রণয়নের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আইন-২০১৬ বিলটি সংসদে উত্থাপন করা হলো।