English Version
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৬ ১৮:১৬

‘আমাদের আইনশৃঙ্খলা পৃথিবীর অনেক আধুনিক দেশের চেয়ে ভালো’

ষ্টাফ রিপোর্টার
‘আমাদের আইনশৃঙ্খলা পৃথিবীর অনেক আধুনিক দেশের চেয়ে ভালো’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা, গাজীপুরের কাশিমপুর কারাগারের কাছে সাবেক কারারক্ষীকে হত্যাসহ সাম্প্রতিক বিভিন্ন হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পৃথিবীর অনেক আধুনিক দেশের চেয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি।

আজ সোমবার (২৫ এপ্রিল ) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

আইএস নাম ব্যবহার করে দেশের সন্ত্রাসীরাই সাম্প্রতিক হত্যাকাণ্ড ঘটাচ্ছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এসব হত্যার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্রও রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘জোর গলায় বলছি, যারা এসব ঘটনায় জড়িত, তাদের খুঁজে বের করতে পারব।’ সাম্প্রতিক সব হত্যাকাণ্ডই পরিকল্পিত বলে মনে করেন তিনি। তাহলে বিচারে কেন দেরি হচ্ছে-সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বিচার বিভাগ স্বাধীন। এ বিষয়ে কোনো মন্তব্য করব না।’ মন্ত্রী আরো বলেন, পৃথিবীজুড়ে হত্যা চলছে। বাংলাদেশ এর বাইরে না।